কলকাতা : ভোটের শেষ লগ্নে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন একদা মমতা ঘনিষ্ঠ উপেন বিশ্বাস। তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ইমেল করে জানালেন দলত্যাগের সিদ্ধান্ত। জানা গেছে, কিছুদিন ধরে সিএএ নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন অবস্থান ছিল তাঁর।তার জেরেই কি দলত্যাগ উপেন বিশ্বাসের তা নিয়ে উঠছে প্রশ্ন।
উপেন বিশ্বাস নিজে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত। উপেন বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেই দলের অন্দরের খবর। সেই তিনিই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি পাঠিয়ে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন, সরে দাঁড়িয়েছেন তৃণমূলের কোর কমিটি থেকেও। স্বাভাবিক ভাবেই উপেন বিশ্বাসের দলত্যাগ নিয়ে আলোড়ন পড়েছে ঘাসফুল শিবিরে।
২০১১-র বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে সরকারকে হঠাতে সৈনিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাঁরা দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম উপেন বিশ্বাস। ২০০২ সালে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর হিসেবে অবসর নিয়েছিলেন তিনি। ২০১১-র ভোটে তৃণমূল জয়ী হওয়ার পর উপেন বিশ্বাস মন্ত্রী হয়েছিলেন।