ডেস্ক: ২ মে ফল ঘোষণার দিন গণনাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল কমিশন । কমিশনের নির্দেশে বলা হয়েছে, গণনাকেন্দ্রে ঢোকার আগে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বা ভ্যাকসিনের দুটো ডোজ নিয়েছেন, এমন প্রমাণ দেখাতে হবে প্রার্থীদের। এই দুটির মধ্যে যে কোনও একটা দেখাতে হবে প্রার্থীদের। তা না হলে, গণনাকেন্দ্রের মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না।
এবার গণনাকেন্দ্রের বাইরে জমায়েতও বন্ধ করা হল। গণনাকেন্দ্রে ঢুকতে প্রার্থীকে দেখাতে হবে আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট। তা ৪৮ ঘণ্টার আগে হলে বিবেচ্য হবে না। গণনার ৪৮ ঘণ্টা আগে দুটি কোভিড প্রতিষেধক নেওয়ার শংসাপত্র দেখালেও ভিতরে ঢোকার অনুমতি পাবেন প্রার্থীরা।
এর পাশাপাশি কমিশনের তরফে বলা হয়েছে, প্রার্থীর এজেন্টদের ক্ষেত্রেও একই নিয়ম। গণনার ৩ দিন আগে গণনাকেন্দ্রের এজেন্টদের নামের তালিকা দিতে হবে প্রার্থীদের। কাউন্টিং এজেন্টদের মধ্যে একজনের পিপিই কিট পরা বাধ্যতামূলক করেছে কমিশন। পরীক্ষার ব্যবস্থা করবে ডিইও। মানতে হবে কোভিডবিধি। কাউন্টিং হলের জানালা খোলা রাখতে হবে। ইভিএমকে স্যানিটাইজ, থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা থাকছে। কোভিড উপসর্গ নিয়ে গণনাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে না। বর্জ্য নষ্ট করতে হবে নির্দিষ্ট বিধি মেনে।
আরও পড়ুন: ভোটের শেষ লগ্নে তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস
সোমবার মাদ্রাজ আদালত করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য এককভাবে দায়ী করেছিল কমিশনকে। শুধু তাই নয় প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ‘খুনি’র সঙ্গে তুলনা করে বলেছিলেন, “খুনের মামলা রুজু হওয়া উচিত।”