গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

মঙ্গলবার গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এ দিন সকালে ইসলামাবাদ হাইকোর্টের ভিতর থেকে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী।

গত বছর পদ খোয়ানোর পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে প্রবেশ করছিলেন ইমরান। সে সময়ই ৭০ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিবিদকে আধাসামরিক বাহিনী আদালত প্রাঙ্গণ থেকে হেফাজতে নেয়।

তাঁর দল, পাকিস্তান-তেহরীক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতারা অভিযোগ করেছে, পুলিশ আদালতে প্রবেশ করে, বায়োমেট্রিক ডেটা নেওয়ার ঘরের কাচের জানালা ভেঙে দেয় এবং তাঁকে বাইরে টেনে নিয়ে যায়।

সূত্রের খবর, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার কারণেই পিটিআই চেয়ারম্যান ইমরানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন