১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে। মঙ্গলবার তেমনই সম্ভাবনার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে এ দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলে তাঁর কাছে মাধ্যমিকের ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে তিনি জানান, তাঁর সঙ্গে মাধ্যমিক বোর্ডের যে ঘরোয়া কথাবার্তা হয়েছে, তাতে তিনি আশা করছেন আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হবে।

তাঁর কথায়, “আমি আশা করছি আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে তাতে আর দিন দশেকের মধ্যে হয়ত বেরিয়ে যাবে।”

প্রসঙ্গত, ৪ মার্চ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। এ বছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লক্ষ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এ বছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?