প্রথম পাতা খবর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার অ্যালকেমিস্ট কর্তা প্রাক্তণ সাংসদ কে ডি সিং

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার অ্যালকেমিস্ট কর্তা প্রাক্তণ সাংসদ কে ডি সিং

763 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : গ্রেপ্তার প্রাক্তন সাংসদ কেডি সিং। তাঁর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা তছরুপের মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তদন্তে অসহযোগিতার অভিযোগে বুধবার তৃণমূলের  রাজ্যসভার প্রাক্তন সাংসদকে গ্রেপ্তার করল ইডি। তবে দল থেকে তাঁকে আগেই বহিস্কার করা হয়েছিল।

গতকাল রাজ্যসভার প্রাক্তন সাংসদকে প্রায় ছ’ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। সেই সময় একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছিলেন কেডি। বুধবার সকালেও তাঁকে দিল্লির ইডি অফিসে বসিয়ে জেরা করেন কর্তারা। সেই সময়ও তিনি একাধিক প্রশ্নের উত্তর দেননি বলে অভিযোগ।

এরপরই তাঁকে গ্রেপ্তার করে ইডি। কেডি সিংয়ের বিরুদ্ধে প্রিভেনশান অব মানি লন্ডারিং ধারা বা পিএমএলএ ধারায় মামলা করেছে তদন্তকারী সংস্থা। আজই তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেডি সিং-এর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি-কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। সেই টাকা একাধিক ‘প্রভাবশালীর’ কাছে গিয়েছে বলে অভিযোগ। এমনকী, সেই টাকা বিদেশেও পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইডি কর্তারা।

এই মামলার তদন্তে নেমে সংস্থার একাধিক কর্মী-আধিকারিকদের বেশ কিছুদিন ধরেই জিজ্ঞাসাবাদ করছিল ইডি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.