বিনামূল্যে চোখের চিকিৎসায় মুখ্যমন্ত্রীর মমতাময়ী উদ্যোগ ‘চোখের আলো’

কলকাতা : রাজ্য সরকার চোখের যাবতীয় চিকিৎসা বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘চোখের আলো’ নামে একটি প্রকল্পের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন।

মুখ্যমন্ত্রী বলেন , আগামী পাঁচ বছরে রাজ্যের কুড়ি লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় এনে ছানি অপারেশন সহ চোখের সব ধরনের চিকিৎসা করা হবে। এছাড়াও চার লক্ষ ছাত্র ছাত্রী এবং আট লক্ষ পঁচিশ হাজার মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে।

প্রথম পর্যায়ে আগামীকাল থেকে রাজ্যের এক হাজার দুশো টি গ্রাম পঞ্চায়েত এবং একশো কুড়িটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হবে।
মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পরিকাঠামো যুক্ত একটি ট্রমা কেয়ার সেন্টারেরও উদ্বোধন করেন।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে