আবু ধাবি থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, জরুরি অবতরণ

আবু ধাবি থেকে কালিকট যাওয়ার এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন ঘিরে হুলস্থূল পরিস্থিতি। জানা গিয়েছে, আবুধাবি বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পর এক হাজার ফুট উচ্চতায় ঘটনাটি ঘটে। এর পরই জরুরি অবতরণ করানো হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বি ৭৩৭-৮০০ বিমানটিকে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। ইঞ্জিনের আগুনের শিখা প্রথম নজরে পড়ে পাইলটের। তড়িঘড়ি বিমানটিকে আবুধাবি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়।

আগুনের খবর পাওয়ার পর বিমানটিতে “ফুল ইমার্জেন্সি” ঘোষণা করা হয়। এর পরে বিমানটি আবু ধাবি বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণ করে। সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার  তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। আকাশে ওড়ার সময় বিমানটির একটি ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা হয়েছিল।

*প্রতীকী ছবি

Related posts

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শেষপর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, হাঁসফাঁস গরম থেকে মুক্তি মিলবে কবে