প্রথম পাতা খবর আজ থেকে বাড়ির বাইরে পা রাখলে লাগবে ই-পাস

আজ থেকে বাড়ির বাইরে পা রাখলে লাগবে ই-পাস

293 views
A+A-
Reset

কলকাতা: করোনা মোকাবিলায় আগামী দু-সপ্তাহের জন্য রাজ্যে আরও কড়া বিধি পালনের কথা ঘোষণা করল সরকার। আজ রবিবার সকাল ৬টা থেকে ফের একবার লকডাউন জারি হতে চলেছে গোটা রাজ্যে। এই অবস্থায় জরুরি পরিস্থিতি ছাড়া ঘর থেকে বেরনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যদিও জরুরি পরিষেবা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে। এই পরিস্থিতিতে ঘরের বাইরে পা রাখতে গেলে ই-পাস প্রয়োজন হবে বলে এ দিন জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। গতবারের মতো এ বারও এই নিয়ম চালু হচ্ছে।


কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, ‘জরুরি পরিষেবা এবং অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য আজ কলকাতা পুলিশ ই-পাস চালু করেছে। নিজের তথ্য দিয়ে দয়া করে এই ফর্মটি ফিলআপ করুন। আপনার ই-মেল আইডিতে একটি ই-পাস পাঠানো হবে। ই-পাস সংগ্রহ করতে কলকাতা পুলিশের ওয়েবসাইটে সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে অনলাইনে। তারপর সেখান থেকে একটি কিউআর কোড পাওয়া যাবে।

যে কোনও নাকা চেকিংয়ের ক্ষেত্রে সেই কিউআর কোড দেখালে তবেই ছাড়পত্র মিলবে। এ ছাড়াও যারা কোভিড টেস্ট করাতে যেতে চান, বা ভ্যাকসিন নিতে যেতে চান, তাদের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ থাকছে। যাতায়াতের সময় সেই ই-পাস গাড়িতে আটকে দিতে পারেন। ‘

আরও পড়ুন: রাজ্যে একদিনে রেকর্ড মৃত্যু, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯,৫১১


কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যে এই ই পাস পরিষেবা চালু হয়ে যাবে। তখন রাজ্য পুলিশের পক্ষ থেকেও একই ধরনের পাস দেওয়া হবে। এই ই-পাস সংগ্রহের জন্য কলকাতা পুলিশের passkolkatapolice.gov.in লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানেই অনলাইনে ফর্ম ফিলআপ করে ই-পাস সংগ্রহ করা যাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.