কলকাতা: করোনায় মৃত্যু ভ্যাকসিন বন্টনের দায়িত্বে থাকা রাজ্যের স্বাস্থ্যকর্তা গৌতম চৌধুরী। গতকাল গভীর রাতে মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যে টিকা বণ্টনের দায়িত্বে ছিলেন। নিজেও টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তবে শেষ রক্ষা হল না।
মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ভর্তি ছিলেন হাসপাতালে। চলছিল চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত হল না শেষ রক্ষা। ঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, ভিনরাজ্য থেকে এরাজ্যে টিকা নিয়ে আসা। সেই টিকা বাগবাজারের সেন্ট্রাল স্টোরে মজুত করা এবং পরে তা বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়ার কাজ চলত গৌতম চৌধুরীর নেতৃত্বে। বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন তিনি। তারপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। তবে গতকাল গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন।