Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইজরায়েলে হামাস-হামলার বড়োসড়ো প্রভাব তেলের দামে - NewsOnly24

ইজরায়েলে হামাস-হামলার বড়োসড়ো প্রভাব তেলের দামে

শনিবার সকাল থেকে ইজরায়েলে হামলা চালাচ্ছে প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাস। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলি সেনাও। দু’পক্ষের আক্রম-প্রতি আক্রমণে হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এই পরিস্থিতির জেরে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ল ৪ শতাংশের বেশি।

ইজরায়েলের হামলাকে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নাম দিয়েছে হামাসরা। এই হামলারা পাল্টা অভিযান ‘অপারেশন আয়রন সোর্ডস’ শুরু করেছে ইজরায়েলি সেনা। হামাসের হামলার পরপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘যুদ্ধ’ শুরুর ঘোষণা করে দেন।

হামাস-কে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সেনার পুরো শক্তিকে কাজে লাগানো হয়েছে হামাসদের খতম করতে। ইজরায়েলে এই হামলার জবাব এমন ভাবে দেব, ওরা কল্পনা করতে পারবে না।”

বিশ্লেষকদের মতে, ইজরায়েলে হামাস-হানার পর প্রভাব পড়েছে তেলের দামেও। ইজরায়েলে হামলা শুরুর পরই সোমবার তেলের দাম বাড়ল প্রায় ৪ শতাংশের বেশি । অপরিশোধিত তেলের ভাঁড়ার দেশগুলি থেকে সরবরাহে ঘাটতি হতে পারে, সেই উদ্বেগ থেকেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করছেন বিশ্লেষকরা।

অপরিশোধিত তেল সমৃদ্ধ অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে। যে কারণে এশিয়ান বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪.৭ শতাংশ লাফিয়ে ব্যারেল প্রতি ৮৬.৬৫ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৪.৫ শতাংশ বেড়ে ৮৮.৩৯ ডলারে ব্যবসা শুরু করেছে।

এএনজেড গ্রুপের ব্রায়ান মার্টিন এবং ড্যানিয়েল হাইনেস বলেছেন, “বাজারের জন্য মূল উদ্বেগের বিষয় হল সংঘাতের বিস্তার। অর্থাৎ, এই সংঘাতের স্থায়িত্ব অথবা তা অন্য অঞ্চলে, বিশেষ করে সৌদি আরবের অন্য অঞ্চলেও ছাড়াচ্ছে কি না সেটাই দেখার।”

Related posts

বারাসত মর্গে মৃতের চোখ উধাও, বিক্ষোভে আটকে গেল মুখ্যমন্ত্রীর কনভয়, অভিযোগ শুনে দ্রুত চাকরি-ক্ষতিপূরণের আশ্বাস

মমতার দু’দফা চিঠির পর তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজি নির্বাচন কমিশন

উত্তরবঙ্গে মহাকাল মন্দির নির্মাণে মন্ত্রিসভার অনুমোদন, ডাবগ্রামে আসছে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার