প্রথম পাতা খবর বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে স্বস্তি, খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই

বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে স্বস্তি, খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই

328 views
A+A-
Reset

কলকাতা: বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে বড় ধরনের স্বস্তি পেয়েছেন ক্রেতারা। গত কয়েকদিনের রেকর্ড বৃদ্ধির পর সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭৩ হাজার টাকার ওপরে গেলেও শুক্রবার থেকে কমছে সোনার দাম।

লাগাতার তিন ব্যবসায়িক দিনে সোনার দাম ৭০,৪৫১ টাকায় নেমে এসেছে। শুক্রবার, এমসিএক্স-এ সোনা প্রতি ১০ গ্রাম ৭২,৮০৬ টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ তিন দিনে প্রতি ১০ গ্রাম সোনার দর ২৩৫৫ টাকা কমেছে। শুধু তাই নয়, বড় ধরনের পতন দেখা গেছে রুপোর দামেও। এমসিএক্স-এ রুপোর দাম লাগাতার তিন ব্যবসায়িক দিনে ৮০ হাজার টাকার নীচে নেমে এসেছে। শুক্রবার ১৯ এপ্রিল রুপোর দাম প্রতি কেজি ছিল ৮৩,৫০৭ টাকা, যা তিন ব্যবসায়িক দিনে প্রতি কেজি  ৩৯২৬ টাকা কমে ৭৯,৫৮১ টাকা হয়েছে।

এ দিকে, মঙ্গলবার দোকানে বিক্রি হওয়া ‘৯৯৯’ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু খুচরো দর ৭২ হাজার ৭৫০ টাকায় দাঁড়িয়েছে মঙ্গলবার। সোমবার যে দর ছিল ৭৩ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে দাম কমেছে প্রতি ১০ গ্রামে ১ হাজার ১৫০ টাকা। সোমবার হলমার্কযুক্ত ২২ ক্যারেট গয়না সোনার দর ছিল ৭০ হাজার ২৫০ টাকা। মঙ্গলবার তা বিক্রি হয়েছে ১০ গ্রাম পিছু ৬৯ হাজার ১৫০ টাকায়। একদিনের তফাতে দর কমেছে ১ হাজার ১০০ টাকা। দাম কমেছে রুপোরও। কেজি পিছু খুচরো রুপোর দর হয়ে গিয়েছে ৮০ হাজার ৬০০ টাকা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.