প্রথম পাতা খবর এবার দুয়ারে খাবার, নির্দেশ জারি নবান্নর

এবার দুয়ারে খাবার, নির্দেশ জারি নবান্নর

442 views
A+A-
Reset

কোভিড এর এই বাড়াবাড়ির জেরে এবার দু:স্থ্য় মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দিল নবান্ন। শুধুমাত্র খাবরই নয়, দরকার পড়লে পৌঁছে দিতে হবে প্রয়োজনীয় ওষুধপত্রও। মঙ্গলবার এমনই নির্দেশ জারি করেছে নবান্ন।

করোনার সংক্রমন যে হারে বেড়ে চলেছে এবং তার ভিত্তিতে যেভাবে রাজ্য়ে ফের একবার প্রয়োগ করতে হয়েছে বেশ কিছু বিধিনেষেধ, সেক্ষেত্রে আর্থিক সমস্য়ায় পড়তে পারেন বেশ কিছু সাধারণ মানুষ। এমনটাই মনে করছে নবান্ন।

এই পরিস্থিতিতে রাজ্য়ের কোনও দু:স্থ্য় মানুষকে কিংবা কোনও দু:স্থ্য় পরিবারকে যেন খাদ্য়ের জন্য় কষ্ট পেতে না হয়, সেই বিষয়টি নিয়ে একদম শুরুতেই উদ্য়োগ নিয়েছে নবান্ন। এই বিষয়ে মঙ্গলবার নবা্ন্ন থেক রাজ্য়ের মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক নির্দেশিকা জারি করে বলেন, আপাতত প্য়াকেটে করে শুকনো খাবার এলাকার দু:স্থ্য় মানুষদের মধ্য়ে বিতরণ করতে হবে।

দু:স্থ্য়দের জন্য় এই প্য়াকেটে থাকবে চাল, ডাল, মুড়ি ও বিস্কুটের প্য়াকেট। এমনটাই জানা গিয়েছে নির্দেশিকা থেকে। দু:স্থ্য় মানুষদের বাড়ি পর্যন্ত এই খাবার যাতে ঠিকমতন পৌঁছে দেওয়া যায়, সে জন্য় প্রয়োজনে সাহায্য় নিতে হবে পুলিশের। এমনটাই নির্দেশ গিয়েছে জেলা প্রশাসনের কাছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.