প্রথম পাতা খবর বাড়ছে করোনার ঢেউ তাই বদলাল মেট্রোর সূচি

বাড়ছে করোনার ঢেউ তাই বদলাল মেট্রোর সূচি

87 views
A+A-
Reset

ক্রমশই লাগাম ছাড়া হারে হু হু করে ছড়াচ্ছে করোনা। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য় শুরু হয়ে গিয়েছে করোনার তৃতীয় ঢেউ। এটা সত্য়িই ঢেউ নাকি সুনামি, সে সব নিয়ে আপাতত ভাবার খুব একটা অবকাশ নেই আম বাঙালীর। আপাতত এই করোনার কামড়ের হাত থেকে কিভাবে বাঁচা যায়, সেই পথ খুঁজছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সবাই।

এই পরিস্থিতিতে কলকাতা মেট্রো রেল কিছু পরিবর্তন করল ট্রেন চলাচলের সূচিতে। আপাতত শনি ও রবিবার মেট্রো চলাচলের উপর কিছু কাটছাঁট করেছে মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার সেই পরিবর্তিত ট্রেন চলাচলের সূচি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর তরফে মঙ্গলবার ঘোষণা, আপাতত সপ্তাহান্তে শনিবার ও রবিবার স্বাভাবিকের তুলনায় কম সংখ্য়ায় চলবে মেট্রো। আগামী ৮ জানুয়ারি থেকেই লাগু হবে নতুন এই সফরসূচি।

জানা গিয়েছে, আগামী আট তারিখ থেকে প্রতি শনিবার ২৩০টি মেট্রোর পরিবর্তে চালান হবে ২২৪টি মেট্রোর রেক। যার মধ্য়ে থাকছে ১১২টি আপ এবং ১১২টি ডাউন ট্রেন। অপর দিকে প্রতি রবিবার ১২০টি ট্রেনের পরিবর্তে চালান হবে ১১৪টি ট্রেন। এছাড়াও মেট্রোর তরফে জানান হয়েছে উভয় প্রান্তের প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ার সময়সূচিতেও করা হয়েছে পরিবর্তন। এক্ষেত্রে ট্রেন চলাচল শুরুর সময় পরিবর্তন করা না হলেও, শেষ ট্রেন ছাড়বার সময় কিছু অদলবদল করা হয়েছে। জানা গিয়েছে দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮মিনিটের পরিবর্তে ৮টা ৪৮মিনিটে। অপরদিকে কবি সুভাষ স্টেশন থেকে  দক্ষিণেশ্বর গামী ট্রেনটি ছাড়বে রাত  ৯-৩০এর পরিবর্তে রাত ৯টার সময়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.