এ বার ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

কলকাতা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ওমপ্রকাশের বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ-সহ একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ রাজ্যপালের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে ওমপ্রকাশ প্রায় তিন মাস দায়িত্বে ছিলেন।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য থাকাকালীন ওমপ্রকাশের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ ওঠে। সেইসব অভিযোগেরই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে অনুমান, শিক্ষা দফতরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রাজ্যপালের। নানা বিষয়ে মতপার্থক্য সামনে আসছে। উপাচার্য নিয়োগ ইস্যু তার মধ্যে অন্যতম। রাজভবনের কার্যকলাপের প্রতিবাদ করে আগেই সরব হয়েছিলেন ওমপ্রকাশ। সাংবাদিক বৈঠক করে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার প্রাক্তন এই ভিসির বিরুদ্ধেই উঠল দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ। তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ রাজভবনের।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে