উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস, থাকবেন শিক্ষামন্ত্রীও

অভিযোগ অস্বীকার রাজ্যপালের। প্রতীকী ছবি

কলকাতা: মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজভবনে রাজ্যপাল এবং উপাচার্যদের বৈঠক। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন পরপর দুবার আচার্য হিসেবে বৈঠকে ডেকেছিলেন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। কিন্তু কোনো বারই কোনো উপাচার্য যাননি। এ বার সিভি আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর বসতে চলেছে বৈঠক।

উচ্চশিক্ষা দফতরের আইন মেনে উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে উপাচার্যদের বৈঠকে আমন্ত্রণ জানান রাজ্যপাল। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যপাল চান সব উপাচার্যের সঙ্গে পরিচয় সেরে নিতে। তাই একেবারে প্রাতরাশ থেকে শুরু করে বৈঠক চলবে মধ্যাহ্নভোজ পর্যন্ত।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?