কলকাতা: স্ট্র্যান্ড রোডে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একই সঙ্গে কলকাতার দমকল বিভাগ ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধুনিকিকরণ নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
মঙ্গলবার বিকেলে রেলের অফিসে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে এসে কয়লাঘাটায় রেল অফিসের অগ্নিকাণ্ডে পরোক্ষে রাজ্যকে দায়ী করেন তিনি। রাজ্যপাল বলেন, রাজ্যের দমকল দফতরের আরও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। সঙ্গে প্রশ্নও ছুড়ে দেন, কেন দেরিতে এসেছে দমকল? দমকলকর্মীরাই বা কেন লিফটে উঠলেন?
আরও পড়ুনঃ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
রাজ্যপাল দাবি করেছেন কলকাতা শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তাই কলকাতার মতো মেট্রো শহরে দমকলের আরও বেশি আধুনিক হওয়া জরুরি বলে দাবি করেছেন তিনি। তিনি সাফ জানান, দমকলের গাফিলতির জন্যই এই ভয়াবহ ঘটনা ঘটেছে। রেলকে কার্যত ক্লিনচিট দিয়ে দমকলের পরিকাঠামোর দিকে আঙুল তোলেন রাজ্যপাল।