ডেস্ক:কথায় বলে ‘বুদ্ধি যস্য বলং তস্য’, ফের একবার তা প্রমাণ হয়ে গেল। বুদ্ধির জোরে পাচারকারীদের খপ্পর থেকে রেহাই পেলো হাবরা দুই যুবতী,। পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা পাচারকারী এবং পলাতক পাচারকারী দুই যুবক। ঘটনাটি হাবড়া তিন নম্বর রেল কলোনি এলাকার।ধৃত পাচারকারী মহিলার নাম দীপ্তি সরকার বাড়ি গাইঘাটা চিকনপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হাবরা তিন নম্বর রেল কলোনি এলাকার দরিদ্র পরিবারের বছর ১৮ এবং বছর ২২ এর দুই যুবতীকে মাসে ৩৫ হাজার টাকার বিনিময়ে আয়ার কাজ দেওয়ার কথা বলে আজ সকালে হাবরা থেকে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাবার কথা থাকলেও কলকাতা হয়ে চিৎপুর স্টেশনে নিয়ে যাবার পর পাচারকারী দিপ্তি সরকার,রাজু সরকার এবং রঞ্জিত নামে পাচারকারীদের কথোপকথন শুনে সন্দেহ হয় দুই যুবতীর।
তৎক্ষণাৎ তারা বুদ্ধি খাটিয়ে বাড়িতে ফোন করে। পাচারকারীদের গাড়ি ভাড়ার টাকার প্রলোভন দেখিয়ে কলকাতা চিৎপুর স্টেশন থেকে তিন পাচারকারীদের সঙ্গে নিয়ে হাবরা দুই যুবতী বাড়ি পৌঁছতেই প্রতিবেশীরা মহিলা পাচারকারীকে ধরে ফেলে।
ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই পাচারকারী যুবক।হাবড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মহিলা পাচারকারীকে আটক করে এবং দুই যুবতীকেও জিজ্ঞাসাবাদের জন্য হাবড়া থানায় নিয়ে আসে।তবে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে গোটা বিষয়টি তদন্ত করছে হাবড়া থানার পুলিশ।