কলকাতা: কেন্দ্র-রাজ্যের সংঘাতে মধ্যেই রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷ আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেও তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলাপনের জায়গায় রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রয়োজন৷ আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে নবান্ন ছেড়ে যেতে দেব না৷ হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের নতুন মুখ্যসচিব হবেন৷ বি পি গোপালিকা স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব ভার গ্রহণ করবেন৷ আলাপন বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সৎ, একনিষ্ঠ একজন অফিসার৷ তাঁকে আমাদের প্রয়োজন৷’
রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী৷ তিনি বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন৷ আর নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্বে আসছেন বি পি গোপালিকা৷ তিনি কর্মিবর্গ দফতরের দায়িত্বে ছিলেন৷
সোমবার সকালেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে না ছাডা়র আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা। সেখানে তিনি স্পষ্ট করে লেখেন যে, আলাপনকে ছাড়ছে না রাজ্য সরকার। সোমবার দুপুরে মমতার সঙ্গে ইয়াস নিয়ে প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।