মুখ্যমন্ত্রীর মানবিক ঘোষণাই কি আবহাওয়াকে লজ্জায় ফেলেছে?

মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী ২ মে থেকে গরমের ছুটি এগিয়ে আনার। স্বাভাবিক ভাবেই এই ঘোষণা সম্পূর্ণ মানবিক দিক থেকেই তিনি করেছেন। প্রচণ্ড গরমে বাচ্চা ছেলে-মেয়েগুলোর বিদ্যালয়ে যাওয়া খুবই কষ্টকর হচ্ছে।

অন্যদিকে ২ তারিখ থেকে পারদ কমার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই সময় ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়ার কথা বলছে আবহাওয়া দপ্তর।

জানা গেছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ক্রমশ বাড়ছে দক্ষিনবঙ্গে। এর ফলে দখিনা বাতাস বওয়ায় তাপমাত্রা ক্রমশ কমছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, শনিবার থেকেই ঝড়-বৃষ্টির অনুকূল আবহাওয়া তৈরি হবে দক্ষিনবঙ্গে। রবিবার থেকে মাঝে মাঝেই ঝড়-বৃষ্টি হবে।  

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক