যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা ছাত্র-ছাত্রী ও শ্রমিকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সেখানে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তারা তাদের পড়াশোনা কি আর সম্পূর্ণ করতে পারবে? এই প্রশ্ন তাদের ও তাদের অভিভাবকদের মনে ঘুরে বেড়াচ্ছে।

এমতাবস্থায় বৃহষ্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইউক্রেন থেকে ফিরে আসা ছাত্র-ছাত্রীদের রাজ্যেরই বিভিন্ন বেসরকারি কলেজে তাদের ভর্তির ব্যবস্থা করেছেন। তাছাড়া যে সমস্ত শ্রমিক বিদেশ থেকে ফিরে এসেছেন, তাঁদেরও রাজ্যে কাজের ব্যবস্থা করছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “দুর্যোগের মধ্যে পড়ে ওরা ফিরে আসতে বাধ্য হয়েছে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চিয়তার মধ্যে ছিল ওরা। ওদের বাবা-মায়েরাও দুশ্চিন্তায় ছিলেন। ওদের মানসিক অশান্তি দূর করতে কিছুই করেনি কেন্দ্রীয় সরকার। আমরা নিজেদের দিক থেকে যতটা পেরেছি, তা করেছি। যুদ্ধ পরিস্থিতিতে যে সমস্ত পড়ুয়ারা মাঝপথে পড়া বন্ধ করে দেশে ফিরেছেন, তাঁদের জন্য এখানকার কলেজে পড়াশোনার ব্যবস্থা করেছি”।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের