কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন হুগলির ব্যবসায়ী অয়ন শীল। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এ দিন তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেন। এর আগে এই মামলায় জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় এবং কুন্তল ঘোষ।
তবে ইডির মামলায় জামিন পেলেও, সিবিআই-এর দায়ের করা অন্য একটি মামলায় এখনও জামিন পাননি অয়ন। সেই কারণে তাঁকে আপাতত সংশোধনাগারেই থাকতে হবে।
ইডি এবং সিবিআই তদন্তে উঠে এসেছে, স্কুলে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন অয়ন শীল। তদন্তকারীদের দাবি, অয়নের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। তল্লাশিতে পাওয়া নথিগুলি শুধু নিয়োগ নয়, পুর দুর্নীতি মামলার সঙ্গেও যুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে।
সিবিআই-এর অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা সংগ্রহ করেন। এই অর্থ সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছেছিল। সন্তু সেই টাকা ও তালিকা কুন্তল ঘোষের কাছে পাঠান। এই মামলায় অয়নকে সিবিআই গ্রেফতার করেছিল এবং সেই মামলায় তিনি এখনও জেলবন্দি।
এখন দেখার, সিবিআই-এর মামলায় অয়নের ভবিষ্যৎ আইনি অবস্থান কী হয়।