হাইকোর্টে পিছোল নন্দীগ্রাম মামলার শুনানি, পরবর্তী শুনানি ২৪ জুন

কলকাতা: হাইকোর্টে পিছোল নন্দীগ্রাম মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার হবে মামলার শুনানি। আজ শুনানি পিছনোর নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ। নির্বাচন সংক্রান্ত মামলায় আদালতে মামলাকারীর হাজিরা বাধ্যতামূলক ৷ হাজির না হলে আদালতে যথাযথ কারণ দেখাতে হয় ৷ নন্দীগ্রাম মামলায় মামলাকারী হাজির ছিলেন না ৷ এ কারণে মামলাকারীকে সময় দিল হাইকোর্ট ৷ আগামী ২৪ জুন হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি হবে ৷  আজ, শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওই শুনানি হওয়ার কথা ছিল।


জানা গিয়েছে, এদিনের শুনানিতে মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের উদ্দেশ বিচারপতি প্রশ্ন করেন, ‘নির্বাচনী মামলায় সাধারণত মামলাকারীকে থাকতে হয়। এক্ষেত্রে  মামলাকারী কি থাকতে পারবেন?’ উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান,’নিয়ম যা আছে তাই হবে।’ পরে বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি।

আরও পড়ুন: সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ধস, মৃত ২


সূত্রের খবর, নন্দীগ্রামের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী ৷ ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮০, ৮০এ, ৮১, ১০০ এবং ১২৩ ধারায় মামলা করা হয়েছে ৷ আদালতের কাছে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু অধিকারী ঘুষ দিয়েছেন। প্রভাব খাটিয়েছেন। জনগণের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছেন। ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন। সরকারি আধিকারিকদের সাহায্য নিয়েছেন এবং বুথ দখল করেছেন।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?