কালীপুজোতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, নেপথ্যে জোড়া ঘূর্ণাবর্ত

কলকাতা: ১৫ অক্টোবর প্রথম ও ২০ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে ফের কালীপুজোতেও ভারী বৃষ্টিপাতের আশংকা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ অক্টোবর প্রথম ও ২০ অক্টোবরের মধ্যে দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। আর তার জেরে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

আবহাওয়াবিদদের মতে, সাগরেও তৈরি সাইক্লোন হতে পারে। তবে এখনই সে বিষয়ে কোনও সতর্কবার্তা দেয়নি আলিপুরের হাওয়া অফিস। জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত এই সময় হতেই থাকে। তবে তার প্রভাব কতখানি এখানে পড়বে, তা এখনই বলা সম্ভব নয়।

কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটির আবহাওয়া বিষয়ক একটি গবেষণা জানাচ্ছে, আগামী ২৫ অক্টোবরের মধ্যে এ দেশের একাধিক রাজ্যে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন। যার গতিবেগ হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার। তবে এর প্রভাবে ২৪ অক্টোবর কালীপুজোর দিন পণ্ড হবে কি না, তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

যদিও বর্ষা বিদায়ের আগে মাঝ অক্টোবরে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরির আশংকা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন‌্যান‌্যবার ১২ অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নেয়। কিন্তু এ বার তা হচ্ছে না। ফলে বিদায়ের আগে ঝোড়ো ব‌্যাটিং করতে পারে বর্ষা, এমনটাই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: ১০ দিনে পাঁচশোর বেশি বিজয়া সম্মিলনী করার উদ্যোগ তৃণমূলের

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়