প্রথম পাতা খবর প্রবল তুষারপাত ছাঙ্গু ও নাথুলায়, গাড়ি আটকে বিপাকে পর্যটকরা

প্রবল তুষারপাত ছাঙ্গু ও নাথুলায়, গাড়ি আটকে বিপাকে পর্যটকরা

43 views
A+A-
Reset

সিকিমে তীব্র আবহাওয়ার কারণে নাথুলা-ছাঙ্গু লেক করিডোরে ব্যাপক সমস্যা। মঙ্গলবার প্রবল তুষারপাতের ফলে শতাধিক পর্যটক এবং গাড়ি আটকে পড়েন ওই অঞ্চলে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে অনুমতি-সহ প্রায় ১,৫০০-র বেশি গাড়িকে ওই জনপ্রিয় পর্যটন রুটে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রবল তুষারপাতের ফলে বহু গাড়ি আটকে পড়ে, চলাচল বন্ধ হয়ে যায়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাঙ্গু লেক-নাথুলা পাস সংলগ্ন অঞ্চল। সেখানে ব্যাপক তুষারপাতের কারণে ট্রাফিক জ্যাম এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়।

জেলা প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলি দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ চলে তৎপরতার সঙ্গে।

যাতায়াত স্বাভাবিক করতে রাস্তায় বরফ সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও মোতায়েন করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি প্রতিকূল হলেও সব পর্যটকের নিরাপত্তা এবং দ্রুত ঘরে ফেরার ব্যবস্থা করার চেষ্টা চলছে।

স্থানীয় প্রশাসন সাধারণ পর্যটকদের অনুরোধ করেছে সরকারি নির্দেশিকা অনুসরণ করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এলাকাগুলিতে যাতায়াত না করার জন্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.