দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আগস্টের প্রথম দিনে সকাল থেকেই কখনও কাঠফাটা রোদ, আবার কখনও মেঘলা আকাশ। আর্দ্রতা বেশি থাকায় চরম অস্বস্তি। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা। কোথাও কোথাও হতে পারে অতিভারী বৃষ্টিও।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে। বুধবার সকালেও ভারী বৃষ্টি চলবে।

হাওয়া অফিসের মতে, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। যা ক্রমশই শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বৃষ্টিপাত। কোনো জায়গায় ভারী বৃষ্টি, কোনো কোনো জেলায় চলবে অতিভারী বৃ্ষ্টি।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই পাঁচটি জেলায়। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন