৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই শেষবার রেগুলার কোর্স

কলকাতা: ৩ মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট ৫ লক্ষ ৯ হাজার ছাত্রছাত্রী এবার পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ৪৭ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, ২০২৩ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন এবার তার থেকে প্রায় ৫৫ হাজার কম পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন।

সকাল দশটায় পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্র খোলা হবে। ২৩টা জেলার মোট ২ হাজার ৮৯ টা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ১৩৬ টা কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৫২৮ জন বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবে।

পরীক্ষার জন্যে পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এর নম্বর হলো – ০৩৩ ২৩৩৭০৭৯২।

উল্লেখ্য, রেগুলার কোর্সে এই বছরই শেষ বারের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে সেমেস্টার ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন