উত্তর ভারতে বৃষ্টির তাণ্ডব, হিমাচলপ্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

নয়াদিল্লি: উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। গত তিন দিনে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে।

শহর ও শহরে অনেক রাস্তা ও ভবন হাঁটু সমান জলে ডুবে আছে। আবহাওয়া দফতর হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলগুলিতে আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং দিল্লির বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় দুর্দশার ছবি তুলে ধরেছেন। কোথাও কাগজের নৌকার মতো ভাসছে যানবাহন। কোথাও আবার আবাসিক এলাকায় জল জমে নদীর আকার ধারণ করেছে।

হিমাচলপ্রদেশে ভূমিধস এবং আকস্মিক বন্যা, অবিরাম বৃষ্টির কারণে, ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত এবং স্বাভাবিক জীবন স্তব্ধ। মানালি, কুল্লু, কিন্নর এবং চাম্বাতে আকস্মিক বন্যায় কিছু দোকান ও যানবাহন ভেসে গেছে। রাভি, বিয়াস, সাতলুজ, সোয়ান এবং চেনাব-সহ সমস্ত প্রধান নদীগুলি ফুঁসছে।

প্রতিবেশী উত্তরাখণ্ডেও ভূমিধস এবং আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার খবরও পাওয়া গেছে।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের