ওয়েবডেস্ক : আসন্ন গঙ্গাসাগর মেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে রাজ্য সরকার সোমবার রেল কর্তাদের সঙ্গে বৈঠকে বসবে। নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ছাড়াও পূর্ব রেলের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
এই বছর গঙ্গাসাগরে আসা তীর্থযাত্রীদের কোভিড পরীক্ষা করার জন্য শিয়ালদা স্টেশনে একটি পরীক্ষা কেন্দ্র খুলতে রেলের কাছে ঘর চাওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। Rapid টেস্টে উত্তীর্ণদেরই একমাত্র ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে।
শিয়ালদা, নামখানা এবং কাকদ্বীপে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। থাকছে আইসোলেশন সেন্টার। ভিড় এড়াতে নামখানায় দুটি এবং কাকদ্বীপে অতিরিক্ত তিনটি বুকিং কাউন্টার খোলা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
আগামী ৭ থেকে ১৬ ই জানুয়ারি পর্যন্ত কাকদ্বীপ- নামখানা শাখায় দৈনিক অতিরিক্ত পনেরোটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরাধ কমাতে বিভিন্ন স্টেশনে পুলিশ বাহিনীর পাশাপাশি একশো জন হোমগার্ড নিয়োগ করা হবে।