ডেস্ক: হাওড়ার বাঁধাঘাটে এক গুদামে ভয়াবহ আগুন লাগত আজ ভোররাতে। জানা গিয়েছে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে তুলোর গুদামটি। দঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন। ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে গিয়ে নাজেহাল হন দমকলকর্মীরা। জানা গিয়েছে আগুন নেভাতে সমস্যা তৈরি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারখানাটির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার ডিভিশন্যাল অফিসার তপন কুমার ঘোষ। রয়েছেন গোডাউনের মালিক সুনীল টিব্রেওয়াল।
স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বাঁধাঘাটে সালকিয়া টেক্সটাইল নামে তিনতলা একটি কারখানা রয়েছে। একতলা তুলোর, দোতলায় হোসিয়ারি কারখানা।হাওড়ার বাদাঘাট সংলগ্ন মড়াপোড়া ঘাট এলাকায় এক তুলার গোডাউনে ভোর রাতে আগুন লাগে। গোডাউনের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
আরও পড়ুন: ‘জয় শ্রীরাম বললে সস্তায় পাব?’, পেট্রোল পাম্পে গিয়ে বিজেপিকে কটাক্ষ কুণাল ঘোষের
তবে কারখানা বন্ধ থাকায় শাটার ভেঙে তবে দমকল কর্মীরা আগুনের উৎসে পৌঁছে তবেই তা নেভানোর কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনা সম্ভব হয়েছে। আপাতত আর তা ছড়ানোর আশঙ্কা নেই বলে জানাচ্ছেন দমকল আধিকারিক তপন ঘোষ।