হাওড়া থেকে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস? জোর জল্পনা

কলকাতা: সম্প্রতি চালু হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেল সূত্রে খবর, আগামী মাসেই চালু হতে পারে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

চলতি বছরের শুরুতেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে রাজ্য। হাওড়া থেকে এনজেপি রুটে চলছে এই সেমি-হাইস্পিড ট্রেন। যা নিয়ে রাজনৈতিক তরজাও যথেষ্ট। এরই মধ্যে খবর, ফের নতুন একটি রুটে বন্দে ভারত পেতে পারে বাংলা।

ওয়াকিবহাল মহলের মতে, প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় যে বিপুল সংখ্যক পর্যটক পুরী, ভুবনেশ্বর-সহ ওড়িশার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান। উত্তরবঙ্গ যেমন বহু মানুষের প্রিয় পর্যটনস্থল, তেমনই পুরী। সে কথা মাথায় রেখেই বন্দে ভারতের একটি ট্রেন এই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই বন্দে ভারতের এই নতুন ট্রেনটির ঘোষণা করা হতে পারে।

সূত্রের খবর, হাওড়া থেকে পুরী অবধি পৌঁছাতে এই দ্রুতগতির ট্রেনের মাত্র ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগবে। খুব অল্প সময়ে যাতে গন্তব্যে পৌঁছনো যায়, তার জন্য় এই ট্রেনে খুব সীমিত কয়েকটি স্টপেজ থাকবে বলে জানা গিয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন