হিট স্ট্রোকে বলি প্রাণ হারাল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

রাজ্যে তাপপ্রবাহের বলি আরও একজন। এবার শহর কলকাতায় মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। জানা যাচ্ছে হিট স্ট্রোকের বলি হয়েছে ওই কিশোরী। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর।

এই পরিস্থিতিতে সোমবারের পর মঙ্গলবার দুজনের মৃত্যুর খবর এল। এবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী আনিশা আফরিন মণ্ডল। পরিবারের দাবি, এখন রমজান মাস চলায় সে রোজার উপোসও করছিল। গত ২৩ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়ে সে। সেদিনই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার উচ্চমাধ্যমিকের নিউট্রিশন পরীক্ষা ছিল। কিন্তু আনিশা পরীক্ষা দিতে না যাওয়ায় যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক ওই ছাত্রীর বাড়িতে ফোন করেন। এরপরই বিষয়টি জানাজানি হয়। উল্লেখ্য, এবার করোনা আবহে অফলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষা হলেও হচ্ছে হোম সেন্টারে। কিন্তু বিগত কয়েকদিন ধরে তীব্র দাবদাহ চলছে রাজ্যজুড়ে।

শহর কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। এই তীব্র গরমের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে পড়ুয়াদের। পরিবারের দাবি, এই গরমের জেরে উচ্চমাধ্যমিক শেষ হওয়ার আগেই জীবনের পরীক্ষায় হেরে গেল অনিশা।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?