ফেরত আসতে চাইলে সব দলবদলুদের কি দলে নেওয়া হবে? এ ব্যাপারে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন মমতা

ডেস্ক : মুকুল রায়ের দলের প্রত্যাবর্তনের পরই তৃণমূলের একাংশের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে ভোটের আগে দলবলুরা একে একে দলে ঢুকে পড়বে।

এ ব্যাপারে দলের নীতি কী হবে তা স্পষ্ট করেছেন তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর এক সংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তিনি এ ব্যাপারে দলের নীতি স্পষ্ট করেন।

মমতা বলেন, “আমাদের দল শক্তিশালী। অনেকে ভোটের সময় দলের সঙ্গে গদ্দারি করেছে, মুকুল কিন্তু ভোটের সময় আমাদের দলের বিরুদ্ধে একটি কথাও বলেনি। যারা ভোটের সময় গদ্দারি করেছে, বিজেপির হাত শক্ত করতে গিয়েছে, তাদের আমরা নেব না, এটাই আমাদের দলের সিদ্ধান্ত।’’

তিনি আরও বলেন, ‘‘মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী রয়েছে। কিছু লোক হয়তো মুকুলের সঙ্গেই গিয়েছে, মুকুল ফিরে আসার পর তারাও চলে আসতে চাইবে, তাদের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করেছে, দলকে নীচে টেনে নামিয়েছে, তাদের আমরা নেব না”।

আরও পড়ুন : মুকুলের প্রত্যাবর্তন, ঘরের ছেলে ঘরে ফিরল, বললেন মমতা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক