মুকুলের প্রত্যাবর্তন, ঘরের ছেলে ঘরে ফিরল, বললেন মমতা

ডেস্ক : বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পুত্র শুভ্রাংশুকে নিয়ে আবার তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়।

এ দিন দুপুরে তৃণমূল ভবনে পৌঁছান বিজেপি নেতা  মুকুল রায়। সেখানে ছিলেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে বেশ খানিকক্ষণ বৈঠক করেন তিনি।

এরপর তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতাবন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরল, শান্তি পেয়েছে, মুকুল ওখানে অসুস্থ হয়ে পড়ছিল”। 

 মুকুল বলেন, “ ঘরে ফিরতে পেরে খুব ভালো লাগছে। আবার সেই চেনা মুখগুলোকে দেখতে পাচ্ছি। আমাদের নেত্রী, ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার নিজের জায়গায় ফিরবে। তবে ঠিক কী কারণে বিজেপি ছাড়লাম, সে সম্পর্কে বিস্তারিত মন্তব্য আমি লিখিত ভাবে জানাব”।

আরও পড়ুন : বিজেপিতে লবি বাজি বন্ধ হোক, ফেসবুক পোস্ট করে বিস্ফোরক অনুপম হাজরা

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়