ঘাটাল: আগামীকাল শনিবার (২৫ মে, ২০২৪) ঘাটালে নির্বাচন। তার আগে থেকেই আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাকা চেকিং চলছে জায়গায় জায়গায়। আর সেই নাকা চেকিংয়ে এক বিজেপি নেতার কাছ থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, দাসপুর এলাকার বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুক্রবার খুকুড়দা এলাকায় নাকা চেকিংয়ের সময় ওই বিজেপি নেতার কাছ থেকে এই টাকা উদ্ধার হয়েছে।
পুলিশের মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, তাদের কাছে খবর ছিল নির্দিষ্ট কিছু টাকা একটি লাল রঙের গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা বিষয়টির উপর পুলিশের নজর ছিল। খুকুরদা নাকা পয়েন্টে গাড়িটির তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে ছিলেন প্রশান্ত বেরা। তাঁর থেকে ২৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।
সূত্রের খবর, এই টাকা কোথা থেকে এল, তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি প্রশান্ত বেরা। তিনি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা যায়।