হাওড়ার মঙ্গলাহাটে মধ্যরাতে বিধ্বংসী আগুন

হাওড়া ফুল বাজারের কাছে আগুন। প্রতীকী ছবি

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে। পোশাক, খেলনা থেকে শুরু করে নানা ধরনের পণ্যের হাট বসে এখানে। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাটের বহু কাপড়ের দোকান। কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ১৪টি ইঞ্জিন। রাতভর চলে আগুন নেভানোর কাজ। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে আশঙ্কা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।

ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় রাত ১২ টার কিছু পরই আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। এই হাটের পাশে থাকা পুলিশ আবাসনের বাসিন্দাদের প্রথম চোখে পড়ে বিষয়টি। তাঁরা দমকল আধিকারিকদের খবর দিলে পৌঁছয় একের পর এক ইঞ্জিন।

দুর্গাপুজোর প্রাক্কালে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা এবং দমকল কর্মীরা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক