কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের পাশে থাকা জঙ্গল থেকে শুক্রবার সকালে মানুষের মাথার খুলি এবং হাড়গোড় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয়েছে পুলিশেও।
শুক্রবার সকালে সাফাই কর্মীরা হাসপাতালের জঙ্গল পরিষ্কার করার সময় খুলিগুলি দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি হাসপাতালের প্রশাসনকে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হাড়গোড়গুলি কীভাবে সেখানে পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি কোনও বহিরাগত রেখে গিয়েছে, নাকি এগুলি স্বাস্থ্য-শিক্ষার জন্য ব্যবহৃত পরিত্যক্ত সামগ্রী—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বেলেঘাটা আইডি হাসপাতাল পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সংক্রামক রোগের চিকিৎসা কেন্দ্র। কয়েক মাস আগেই হাসপাতাল চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেডিক্যাল বর্জ্য উদ্ধারের ঘটনায় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার মর্গের বাইরের জঙ্গলে মানুষের হাড়গোড় উদ্ধারে সেই বিতর্ক নতুন করে জোরদার হয়েছে।
হাসপাতাল চত্বরে এমন ঘটনা সামনে আসায় স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনাস্থল থেকে পাওয়া সামগ্রীর উৎস ও এর পেছনে কারা দায়ী, তা জানতে দ্রুত তদন্তের দাবি উঠেছে।