কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গের বিতর্কিত মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সংসদ ভবনের সামনে আম্বেদকরের মূর্তির নীচে অবস্থান-বিক্ষোভ করেন তৃণমূল সাংসদরা। এবার রাজ্যজুড়ে ব্লক ও পুরসভা স্তরে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
প্রতিবাদের দিনক্ষণ
আগামী সোমবার, ২৩ ডিসেম্বর, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে রাজ্যের প্রতিটি ব্লক, পুরসভা এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে মিছিল করবে তৃণমূল। দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই এই বিষয়ে সংশ্লিষ্ট জেলা ও শহর নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন।
মমতার তীব্র প্রতিক্রিয়া
অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি কেবল বাবাসাহেবের অপমান নয়, আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর আঘাত এবং দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।”
সমাজমাধ্যমে এক বার্তায় মমতা বিজেপিকে আক্রমণ করে বলেন, “সংবিধান-বিরোধী বিজেপি বারবার দেশের গণতন্ত্রকে আঘাত করছে। তাদের দলিত-বিরোধী মুখোশ ক্রমেই উন্মোচিত হচ্ছে।”
অমিত শাহের বিতর্কিত মন্তব্য
গত মঙ্গলবার, রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি নিয়ে আলোচনার শেষে অমিত শাহ মন্তব্য করেন, “এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো।”
এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধী দলগুলি দেশজুড়ে প্রতিবাদ করছে। শুক্রবার বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত ইন্ডিয়া জোটের মিছিল এই ক্ষোভেরই প্রতিফলন।