৪৪ দিনের মাথায় প্রত্যাহার ডিএ অনশন, দাবিতে অনড় সরকারি কর্মীরা

কলকাতা: ডিএ অনশন প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। ধর্মতলার অনশন কর্মসূচির ৪৪ দিনের মাথায় শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করলেন তাঁরা। তবে অনশন প্রত্যাহার করলেও বকেয়া ডিএ-র দাবিতে তাঁদের আন্দোলন আগের মতোই চলবে বলে হুঁশিয়ারি দিলেন তাঁরা।

অনশন তুলে নেওয়ার কারণ হিসাবে কর্মীদের অসুস্থতার কথা জানান আন্দোলনকারীরা। এ দিনই হাসপাতাল থেকে ফিরে আসেন অন্যতম আন্দোলনকারী তথা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। শুধু তিনি নন, অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েক জন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে তাপস চক্রবর্তী বলেন, “দীর্ঘ অনশন আন্দোলনে অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ছিলেন। কারও কিডনিতে সমস্যা হচ্ছিস, কেউ কেউ গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। তাই কর্মীদের কথা মাথায় রেখেই আপাতত ডিএ-র দাবিতে অনশন স্থগিত রাখা হল।”

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ডিএ মেটানোর দাবিতে আগামী ৩০ মার্চ মহাসমাবেশ হবে সরকারি কর্মীদের। এর পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ওইদিন গণছুটি নিয়ে শিয়ালদহ এবং হাওড়া থেকে মিছিল হবে। সেই মিছিলে হেঁটে আন্দোলনকারীরা যোগ দেবেন শহিদ মিনারের ধরনামঞ্চে।

সরকারি ‘চাপের’ মুখে যে তাঁরা পিছু হটছেন না, তা শনিবারও স্পষ্ট করে দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, “এই সরকারের এখন পিঠ ঠেকে গেছে। আমাদের আন্দোলন থেকে এটা পরিষ্কার। এক সময় রাজ্য সরকারি কর্মীদের ভয় দেখাত। আর এখন উল্টোটা হচ্ছে। এটা আন্দোলনের ফসল। সরকারি কর্মীদের মনোবল অটুট রাখার ফল। কর্মচারী-শিক্ষকদের পাশাপাশি সাধারণ মানুষকে বলব, আমরা আমাদের সঙ্গে থাকুন। এই রাজ্যের সার্বিক পরিস্থিতি বদলাতে হবে। এই পণ আমরা করেছি। সাধারণ মানুষকে আমাদের পাশে থাকতে হবে। তা হলেই তা সম্ভব হবে”।

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?