ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, জারি সর্তকতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৭ মে বিকেল নাগাদ গভীর নিম্নচাপ আর ৮ মে নাগাদ ঘূর্ণিঝড়র তৈরির সম্ভাবনা রয়েছে। যার অভিমুখ হতে পারে ওড়িশা। যে কারণে আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে প্রতিবেশী এই রাজ্যে। তবে প্রভাবের তালিকা থেকে বাদ যাবে না বাংলাও।

‘অশনি’র প্রভাবে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাংলায় ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। আগামী মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। ‘অশনি’ সতর্কতায় তৎপর নবান্ন। সুন্দরবনে আগাম সতর্কতা জারি হয়েছে। কাকদ্বীপে শুরু প্রশাসনিক বৈঠক।  ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অশনি’র জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ওড়িশার ১৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। 

Related posts

ফিরছে তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস

২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার