প্রথম পাতা খবর ‘ যা বলার পরে ডেকে বলব’ শপথ নিয়ে, জল্পনা বাড়িয়ে বললেন মুকুল রায়

‘ যা বলার পরে ডেকে বলব’ শপথ নিয়ে, জল্পনা বাড়িয়ে বললেন মুকুল রায়

290 views
A+A-
Reset

ডেস্ক: বিধানসভায় শপথ নিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক  মুকুল রায়। শুক্রবার বিধানসভায় আসেন মুকুল। ১২.০৪ মিনিট থেকে ১২.২৫ মিনিট পর্যন্ত বিধানসভায় ছিলেন তিনি। শপথের সামান্য সময়টুকু বাদ দিলে মুকুল ছিলেন একেবারেই ‘নীরব’। 

আরও পড়ুন: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন


শপথ গ্রহণ পর্বে  তাঁর শুভেচ্ছা বিনিময়  হয় তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে। আজ মুখ খুললেন না। শপথ শেষে জল্পনা বাড়িয়ে এদিন বললেন, ‘ যা বলার পরে ডেকে বলব। যেদিন বলার সেদিন সবাইকে ডেকে আমি বলব।’ এরপরই হাতজোড় করে বিধানসভা ছাড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.