165
ডেস্ক: বিধানসভায় শপথ নিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক মুকুল রায়। শুক্রবার বিধানসভায় আসেন মুকুল। ১২.০৪ মিনিট থেকে ১২.২৫ মিনিট পর্যন্ত বিধানসভায় ছিলেন তিনি। শপথের সামান্য সময়টুকু বাদ দিলে মুকুল ছিলেন একেবারেই ‘নীরব’।
আরও পড়ুন: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন
শপথ গ্রহণ পর্বে তাঁর শুভেচ্ছা বিনিময় হয় তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে। আজ মুখ খুললেন না। শপথ শেষে জল্পনা বাড়িয়ে এদিন বললেন, ‘ যা বলার পরে ডেকে বলব। যেদিন বলার সেদিন সবাইকে ডেকে আমি বলব।’ এরপরই হাতজোড় করে বিধানসভা ছাড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।