ডেস্ক: হুইলচেয়ারে চেপেই আজ শেষ দফার প্রচারে তৃণমূল নেত্রী। নন্দীগ্রামে ভাঙাবেড়ায় রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার রোড শোয়ে রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ভিড়। ‘খেলা হবে’ স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।
এদিন রোড শো-র শেষে সোনাচূড়ায় জনসভায় মমতা বলেন, ‘নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম করে দেব। হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে ব্রিজ হবে’। তাঁর অভিযোগ, ভিন রাজ্য থেকে পুলিশ এসে মানুষের ওপর অত্যাচার করছে।
আরও পড়ুন: হিরণের সমর্থনে খড়গপুরে মিঠুনের রোড শো
প্রথম দফার ভোটের প্রসঙ্গ টেনে এনে বলেন, ভোট শেষে ভিন রাজ্যের পুলিশ থাকবে না। তারপর পাণ্ডাদের দেখে নেব। তিনি আরও বলেছেন, ভোট না দিয়ে কেউ ফিরবেন না। ইভিএম খারাপ থাকলে অপেক্ষা করুন।
গুন্ডামি যারা করছে, তাদের রাজনৈতিক ভাবে কবর দিন। বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডাদের নিয়ে আসছে। কেউ ভয় দেখালে ভয় পাবেন না। ৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা। ভাল করে ভোটটা করে নিন। কোনও অশান্তি, দাঙ্গায় না গিয়ে ভোট দিন। বিজেপিকে একেবারে বোল্ড আউট করে দিন।
বিস্তারিত আসছে…