ডেস্ক: নন্দীগ্রামে ভোটের প্রচারের শেষ লগ্নে বর্ণাঢ্য রোড শো অমিত শাহর। রোড শো শেষে রেয়াপাড়ায় শিবমন্দিরে পুজো দিলেন অমিত শাহ। রেয়াপাড়ায় সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছেন, ‘রোড শো-তে অভূতপূর্ব উৎসাহ নন্দীগ্রামের মানুষের। নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু অধিকারী।’শাহ বললেন, “বাংলায় নিশ্চিতভাবে বিজেপি ক্ষমতায় আসবে।
পাশাপাশি নারী নিরাপত্তা নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের খোঁচাও দেন তিনি। নন্দীগ্রামে বিজেপি কর্মীর স্ত্রীকে শারীরিক নির্যাতন, নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যু প্রসঙ্গ টেনে নারী নিরাপত্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেন অমিত শাহ। বলেন, ‘দিদি নন্দীগ্রামে যেখানে থাকছেন তাঁর পাঁচ কিলোমিটারের মধ্যে এক বিজেপি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি হয়েছে। বিজেপি কর্মীর বৃদ্ধা মাকে পিটিয়ে মারা হয়েছে। রাজ্যের নারী নিরাপত্তার হাল কীরকম তা তো পরিষ্কারই।’
কয়লাকাণ্ডে লালার সিবিআই দফতরে হাজিরা প্রসঙ্গে শাহ বলেন, “কয়লা কাণ্ডে সিবিআই তদন্ত করছে। সিবিআই তদন্তে আমরা হস্তক্ষেপ করছি না।”আরও বললেন, “ফোন ট্যাপিংয়ের অভিযোগ গুরুতর। কিন্তু আমরা নির্বাচন থেকে দৃষ্টি ঘোরাতে চাই না। তোলাবাজি, সিএএম, হিংসার ইস্যুকে হাতিয়ার করেই নির্বাচনে লড়বে বিজেপি।”
আরও পড়ুন: ‘নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম করে দেব’, মমতা
আর সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিও সোনা যায় অমিত শাহের গলায়। রবীন্দ্রনাথ ঠাকুর যে সোনার বাংলা চেয়েছিলেন, সেই রকমের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার কাজটা নরেন্দ্র মোদির নেতৃত্বেই করা সম্ভব বলেই দাবি তাঁর।