প্রথম পাতা খবর ‘রাজনৈতিক কর্মকাণ্ডে থাকব না, তবে সাংসদ পদ ছাড়ছি না’, ঘোষণা বাবুলের

‘রাজনৈতিক কর্মকাণ্ডে থাকব না, তবে সাংসদ পদ ছাড়ছি না’, ঘোষণা বাবুলের

547 views
A+A-
Reset

ডেস্ক: ‘অরাজনৈতিক’ সাংসদ হয়েই মেয়াদ পুরো করবেন। ‘রাজনৈতিক কর্মকাণ্ডে থাকব না। তবে সাংসদ পদ ছাড়ছি না।’ সোমবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই জানালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত থেকে পিছু হঠতে পারি না। অন্য কোনও দলেও যোগ দিচ্ছি না। দলীয় শীর্ষ নেতৃত্ব এবং আসানসোলের মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন বাবুল।

বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর জানালেন আসানসোলের বিজেপি সাংসদ।নাড্ডার সঙ্গে বৈঠকের পর এভাবে সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেও সুর বদল  করেন বাবুল। দিল্লিতে  এ দিন সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজনীতি ছাড়ার অনুভূতিটা আমার ভোটের আগে থেকেই আসছিল। আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং নাড্ডাজিকে ধন্যবাদ জানাই আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। কিন্তু ওঁদের একটা কথা শোনা উচিত বলে আমার মনে হল। তাই আমি সিদ্ধান্ত বদল করেছি।”

আরও পড়ুন: ‘দিল্লিতে আওয়াজ উঠছে খেলা হবে’, নেতাজি ইনডোরে বললেন মমতা


বাবুল জানালেন, “সাংসদ হিসেবে যেই সাংবিধানিক পদ আমার রয়েছে, সেই কাজ আমি চালিয়ে যাব। কিন্তু কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমায় দেখতে পাবেন না। রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে আমি দুর্ভাগ্যবশত সরে আসতে পারছি না। কারণ আমি ঠিক করে নিয়েছি। মুম্বই বা দিল্লিতেও সাংসদের কোনও ফ্ল্যাট আমি নেব না। যে ঘর আছে সেটাও তাড়াতাড়ি ছেড়ে দেব। সাংসদ হিসেবে যা নিরাপত্তা আমার রয়েছে, সেটাও আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু সাংবিধানিক যে দায়িত্ব আমি নিয়েছি, সেটা পালন এবং পূরণ করব। এতে কোনও রাজনীতির ছোঁয়া থাকবে না। 


সাংসদ হিসেবে আসানসোলের উন্নতির কাজ চালিয়ে যাবেন বলেও জানান বাবুল সুপ্রিয়। সেখানে যে সমস্ত প্রকল্প চলছে তা দেখভাল করবেন। তবে রাজনৈতিক কোনও অনুষ্ঠানে বা দলীয় কর্মসূচিতে তিনি থাকবেন না। সাংবিধানিকভাবে কাজ করে যাবেন শুধু। এমনটাই জানালেন বাবুল সুপ্রিয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.