প্রথম পাতা খেলা স্বপ্ন ভঙ্গ হল ‘মেন ইন ব্লু’র, সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হার ভারতের, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল

স্বপ্ন ভঙ্গ হল ‘মেন ইন ব্লু’র, সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হার ভারতের, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল

84 views
A+A-
Reset

ডেস্ক: গ্রেট ব্রিটেনকে হারিয়ে ৪৯ বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সোনা বা রুপোর পদক অধরা রয়ে গেল ভারতের। স্বপ্ন ভঙ্গ হল ‘মেন ইন ব্লু’র। সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গেলেন ভারত। খেলার ফলাফল ৫-২। ৪১ বছর বাদে দেশ অলিম্পক্সের সেমিফাইনালে! কিন্তু পেনাল্টি বক্সে ডিফেন্সের ভুলে ভুরি ভুরি পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম দল আর তারই হাত ধরে সেমিফাইনালে ৫-২ গোলে ভারতকে হারিয়ে টোকিও অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম৷

হাড্ডাহাড্ডি লড়াই করলেও মূলত শেষ কোয়ার্টারে এসে বেলজিয়ামের কাছে বশ্যতা স্বীকার করতে হল মনপ্রীতদের। তবে টোকিওয় এখনও পদক জয়ের আশা বেঁচে রয়েছে ভারতীয় হকি দলের। কারণ শেষ চারে ওঠায় এখনও ব্রোঞ্জ পদক জিততে পারে টিম ইন্ডিয়া।


মঙ্গলবার সকাল থেকেই গোটা দেশ টিভির সামনে বসে গিয়েছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি খেলা দেখার কথাও জানান।
ভারত সেমিফাইনালে ২-৫ গোলে পরাজিত হওয়ার পর মোদী পুনরায় টুইট করেন। তিনি লেখেন, ‘জিত এবং হার জীবনের অঙ্গ। টোকিও অলিম্পিক্সে আমাদের ছেলেদের হকি দল নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে এবং সেটাই বড় বিষয়। পরের ম্যাচ এবং ভবিষ্যতের যাত্রাপথের জন্য তোমাদের শুভেচ্ছা রইল। ভারত তার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার অলিম্পিকের হকিতে সেমিফাইনালে ভারতের মেয়েরা


এদিন শুরুর প্রায় দু মিনিটের মধ্যেই প্রথমে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম৷ যদিও দেরি করেনি ভারত হরমনপ্রীতের গোলে সমতা ফেরায়৷ এর আট মিনিটের মধ্যে ফের গোল৷ এবার গোল করেন টিম ইন্ডিয়ার মনদীপ সিং৷ দ্বিতীয়ার্ধের খেলা শুরু কয়েক মিনিটের মধ্যেই দুটো পেনাল্টি শটে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর আর নিজেদের খেলা ধরে রাখতে পারেননি ভারতীয় খেলোয়াড়রা। শেষ কয়েক মিনিটে পঞ্চম গোলটা করে বেলজিয়াম। তাঁদের হয়ে হ্যাটট্রিক করেন Alexander Hendrickx। এতেই ভঙ্গ হয় ভারতের সোনা জয়ের স্বপ্ন। আজ দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জার্মানি। তাঁদের মধ্যে যে হারবে তারসঙ্গে খেলবে ভারত। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.