আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, তবে দাবি না মিটলে ১ নভেম্বর থেকে ফের আন্দোলন: অভিষেক

রাজ্যপালের আশ্বাস মেলার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে রাজভবনের সামনে ধরনা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ‘বকেয়া টাকা’ নিয়ে ব্যবস্থা না নিলে ১ নভেম্বর থেকে পথে নামবে তৃণমূল। তবে সেই আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়। আন্দোলন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সোমবার ধর্না মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।

এ দিন বিকাল চারটে নাগাদ অভিষেক-সহ তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে। তার পর রাজ্যপাল রওনা দেন দিল্লি। পরে অভিষেক মঞ্চ থেকে জানান, রাজ্যপাল কথা দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যেই তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন। অভিষেক বলেন, ‘আমি যতদূর শুনেছি, ইতিমধ্যে তিনি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। আশা করছি উনি এর বিহিত করবেন।’

২৪ ঘণ্টা পর কি বার্তা দেন তা শোনার জন্য তিনি আরও ২৪ ঘণ্টা ধর্নায় বসতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু দলের প্রবীণ নেতা এবং দলনেত্রীর পরামর্শে তিনি ধর্না তুলে দেওয়া সিদ্ধান্ত নেন।

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ