ডেস্ক: ইয়াস ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবন–সহ সংলগ্ন এলাকা। দ্বীপে দ্বীপে এখনও লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। নদীর জল বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে মাঠ-ঘাট, মাছচাষের পুকুর। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে আসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
এই কঠিন পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন (IHRO)।
IHRO- মূল কাজই হল, যে কোনও সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়ানো। স্বাভাবিকভাবে, ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ২০ জুন গোসাবা ব্লকের কুমিরমারী দ্বীপে পৌঁছে গিয়েছিল সংস্থা পশ্চিমবঙ্গ শাখার কর্মীরা।
ওই এলাকার ৩২০ পরিবারের হাতে রেশন ও মহিলাদের স্যানিটারি প্যাড তুলে দিয়েছে সংস্থা।
এর পাশাপাশি এলাকার মানুষের জন্য ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থাও করা হয়েছিল। রোগীদের প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধও দিয়েছে। এই বিলি বন্টনে স্থানীয় পুলিশকেও পাশে পেয়েছে এই সংস্থা।