পাকিস্তানে নতুন নাটক! এবার গদিচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান

শেষ পর্যন্ত গদি বাঁচল না ইমরান খানের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আপাতত পাকিস্তানের পুতুল প্রধানমন্ত্রী হিসেবেই রইবেন শুধুমাত্র। রবিবার পাক গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। জানানো হয় যে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি থেকেও এবার সরিয়ে দেওয়া হল ইমরান খানকে। জিও নিউজ জানিয়েছে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পর পাকিস্তানের মন্ত্রিপরিষদ থেকে এই বিষয়ে একটি নোটিস জারি করা হয়েছে।

এদিন পাকিস্তানের জাতীয় সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। যার জেরে বিরোধীরা চূড়ান্ত বিক্ষোভ দেখান এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারি হয়। ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার (এনএ) কাসিম সুরি পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করার পরে এবং এটিকে “অসাংবিধানিক” বলে অভিহিত করার পরেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ডিনোটিফিকেশন আসে।

আর এভাবেই সন্ধ্যা গড়িয়ে রাত হতে না হতেই একেবারে সরকারিভাবে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল, বলা চলে। তাকে ডি-নোটিফাই করার চিঠি পাঠান অতিরিক্ত সচিব ইজাজ দার। সেখানে বলা হয়েছে, একেবারে এই মুহূর্ত থেকে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ডি-নোটিফাই করা হল।

যদিও পাকিস্তানের সংবিধানের ২২৪ নম্বর ধারা অনুযায়ী, আগামী ১৫ দিন কোনও কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন ইমরান খান।

তবে সরকারের প্রধান হিসেবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি যে সমস্ত ক্ষমতাবলে সিদ্ধান্ত নিতে পারতেন, তা আগামী কয়েকদিন প্রধানমন্ত্রী পদে থেকে পারবেন না। অর্থাৎ নতুন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ক্ষমতাহীন প্রধানমন্ত্রী হিসেবে পদ আঁকড়েই থাকতে হবে ইমরান খানকে।

ঘটনা হল, পাকিস্তানের জাতীয় সংসদকে ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায় এটা স্পষ্ট নয়, কীভাবে নতুন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে। কারণ প্রধানমন্ত্রী হোক অথবা বিরোধী দলনেতা, তাদের অস্তিত্বই জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ফলে আইনত নেই বললেই চলে।

এদিন পাকিস্তানের জাতীয় সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে ডেপুটি স্পিকার কাসিম সুরি তা অসাংবিধানিক এবং বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত বলে ভেস্তে দেন।

অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ার পরেই ইমরান খানের পরামর্শে রাষ্ট্রপতি আরিফ আলভী জাতীয় সংসদও ভেঙে দেন। এরপরে ইমরান খান নতুন করে নির্বাচনের ডাক দেন। যে নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে হওয়ার কথা ছিল। এদিকে বিরোধীরা জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব ও ভোটাভুটি খারিজ হওয়ার ঘটনাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে চূড়ান্ত বিক্ষোভ দেখান। তারপরে এদিন রাতেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হল।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন