প্রথম পাতা খবর উপনির্বাচনের বাংলায় ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

উপনির্বাচনের বাংলায় ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

276 views
A+A-
Reset

ডেস্ক: চার বিধানসভা কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে ভোট হবে ৩০ অক্টোবর।এবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।  রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপনির্বাচনে ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

আরও পড়ুন: এবার ঘরে ঘরে মা লক্ষ্মীর আসার পালা, নিম্নচাপের জেরে পুজোয় ফল-সব্জি আকাশ ছোঁয়া


এই ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দিনহাটা, শান্তিপুর, খড়দহ, ও গোসবা কেন্দ্রের জন্য। নির্বাচন কমিশন সূত্রে খবর, উপনির্বাচনের পর ফিরে যাবে ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর ৭ কোম্পানি থাকবে গণনা পর্যন্ত। এই বাহিনী মোতায়েনের মূল লক্ষ্যই হল নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সিআরপিএফের পাশাপাশি বিএসএফ, এসএসবি, আইটিবিপির জওয়ানরাও থাকবেন। আগামী ৩০ অক্টোবর ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তাঁরা। এমনকী শান্তিপুর বিধানসভা কেন্দ্রে রবিবার রুটমার্চও করেন জওয়ানরা। তাতে তুঙ্গে উঠেছে নির্বাচনের মেজাজ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.