কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিভেজা শহর। ছবি: রাজীব বসু

কলকাতা: পৌষের শেষে ঝোড়ো ব্যাটিং শীতের। পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। পশ্চিমের জেলায় শৈত্যপ্রবাহ। তবে এ রকম আবহাওয়া স্থায়িত্ব খুব বেশি দিন নয়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শহরে ফের হাওয়া বদলের সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সপ্তাহান্তে আবারও ফিরবে শীতের আমেজ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজতে পারে বৃষ্টিতে। পশ্চিম হিমালয় থেকে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আগামী ১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বৃষ্টি।

Related posts

মানিকতলায় সুপ্তি পাণ্ডেই, রাজ্যের ৪ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে জোর বিতর্ক, মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

একটানা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ ধস, আটকে দেড় হাজার পর্যটক, মৃত অন্তত ৬